আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মমতাকে অভিনন্দন জানালেন লালুপ্রসাদ যাদব

মমতাকে অভিনন্দন জানালেন লালুপ্রসাদ যাদব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২১ , ৪:৪২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : মমতাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের আলোচিত রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদব। রোববার বিকালে ভোটের ফল ঘোষণা শেষ হওয়ার আগেই তিনি এ অভিনন্দন জানান। কারণ নির্বাচনে ওই সময় পর্যন্ত দুই শতাধিক আসনে মমতার তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল।
টুইটবার্তায় লালুপ্রসাদ যাদব বলেন, ‘মমতাজীকে এই ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা। সবরকম প্রতিবন্ধকতাকে পার করে এই জয়। আমি পশ্চিমবঙ্গের জনগণকেও অভিনন্দন জানাতে চাই। যারা বিজেপির অপপ্রচারের ফাঁদে না পড়ে দিদির ওপর আস্থা রেখেছেন’।