আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মসজিদের ঈমাম করোনায় আক্রান্ত : ৪৭ বাড়ি লকডাউন

মসজিদের ঈমাম করোনায় আক্রান্ত : ৪৭ বাড়ি লকডাউন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৫, ২০২০ , ৮:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য লুন্দি গ্রামের মসজিদের ইমামের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আজ মঙ্গলবার ওই এলাকার ৪৭ বাড়ি লকডাউন করা হয়েছে। লকডাউন করতে যাওয়া ট্যাগ অফিসার (সহকারী শিক্ষা অফিসার) এম এ হাফিজুর রহমান জানান, ইমামের শরীরে করোনা লক্ষণ দেখা দিলে রবিবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন । একদিন পর সোমবার বিকেলে তার দেহে করোনা ভাইরাস রয়েছে বলে পজেটিভ রির্পোট আসলে ইমাম ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নিজ বাড়ি চলে যান। ওই ইমাম সাহেব দীর্ঘ দিন যাবৎ উপজেলা ২৫নং মধ্য লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, বিষয়টি জানাতে পেরে ওই ইমামের সংস্পর্শে আসা ৪৭ পরিবারকে লকডাউন করে দেয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মণ্ডল জানান, ইমাম সাহেবের সাথে বেশী সম্পর্কিত ১৭ জনের নমুনা আজ মঙ্গলবারই সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা হবে। রাজৈরে এ পর্য্ন্ত ওই ইমামসহ আটজন করোনা ভাইরাসে আাক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রথম আক্রান্ত সুমন মুন্সী করোনা জয় করে বাড়ী ফিরেছেন।