আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মসজিদের ওযুখানায় বিদুৎস্পৃষ্টে স্যানিটারি মিস্ত্রি নিহত, মুয়াজ্জিন আহত

মসজিদের ওযুখানায় বিদুৎস্পৃষ্টে স্যানিটারি মিস্ত্রি নিহত, মুয়াজ্জিন আহত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২০ , ৩:৫৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ নগরীর ২ নং বাবুরাইল এলাকায় একটি মসজিদের ওযুর পানির লাইনে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মনির (৫৫)। এতে আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিন (৩৫)।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাবুরাইল এলাকার আজমেরি ল্যানের বায়তুল ফালাহ মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ২ নং বাবুরাইলের আজমেরি ল্যানের বায়তুল ফালাহ মসজিদের ওযুর হাউজে কাজ চলছিল। পানি বন্ধ হয়ে যাওয়ায় রড দিয়ে কাজ করার সময় রডের অপর পাশ ট্রান্সফর্মারের সঙ্গে লেগে শর্ট সার্কিটে স্যানিটারি মিস্ত্রি মনির (৫৫) মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিন (৩৫)। মুয়াজ্জিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।