আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মসজিদে দান করা ফ্যান খুলে নিয়েছে পরাজিত প্রার্থী!

মসজিদে দান করা ফ্যান খুলে নিয়েছে পরাজিত প্রার্থী!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


thakurgaonঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে গিয়ে মসজিদে দান করা ফ্যান খুলে নিলেন মেম্বার প্রার্থী হাসান আলী। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ডাংগাপারা গ্রামে।

স্থানীয় লোকজন জানান, ডাংগাপারা গ্রামের একটি মসজিদে মেম্বার প্রার্থী (তালা প্রতীক) হাসান আলী ফ্যান কিনে দেন। নির্বাচনে পরাজিত হবার কিছুদিন পর তিনি সেই ফ্যান খুলে নেন।

ডাংগাপারা গ্রামের বাসিন্দা মকলেসুর জানান, নির্বাচনী প্রচারণার সময় গ্রামে গ্রামে ঘরোয়া বৈঠকে এলাকার মসজিদটিতে কোনো ফ্যান না থাকায় তিনি সেখানে ফ্যান কিনে দেন, শর্ত দিয়েছিলেন নির্বাচনে তালা প্রতীকে তাকে ভোট দিতে হবে।

তবে নির্বাচনে তিনি পরাজিত হন। ওই গ্রামে ভোট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কিছুদিন পর মসজিদ থেকে ফ্যানগুলো খুলে নেন তিনি।

এ বিষয়ে মেম্বার প্রার্থী হাসান আলী বলেন, ‘নির্বাচনের আগেই আমি ফ্যান কিনে দিলাম যেন গ্রামবাসী শান্তিতে নামাজ পড়তে পারে। এতো বড় উপকার করার পরও গ্রামবাসী আমাকে ভোট দেয়নি। তাই আমি ফ্যানগুলো ফেরত নিয়েছি।’