আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে

মহান মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২২ , ৪:৫৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


চট্টগ্রাম প্রতিনিধি : সামশু নাহার পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে অর্থবহ করতে স্বাধিনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে জানতে ও জানাতে হবে। মেয়র রেজাউল করিম চৌধুরী মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে দেশের কল্যানে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি প্রজন্ম থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে হবে মহান বিজয় দিবসে এটাই হউক আমাদের অঙ্গিকার। ১৬ ডিসেম্বও সকালে নগরীর বহদ্দারবাড়িস্থ সামশু নাহার পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হুদার সভাপতিতে শিক্ষিকা সাকিয়া হুসনি’র সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ রুপন কান্তি বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠাতার কন্যা সাবিহা তাসনিম তানিম, পলিটেকনিক কলেজের সাবেক বিভাগীয় প্রধান তাপস কান্তি। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাজমুল হুদা ও সমন্বয়কারী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মিঠুন দাশ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার সাহেদুল ইসলাম (সাহেদ), ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ, ইঞ্জিনিয়ার জেমস দাশগুপ্ত, ইঞ্জিনিয়ার জয়শ্রী মিত্র, ইঞ্জিনিয়ার মাপাই মারমা, ইঞ্জিনিয়ার মামুর উশ শহীদ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শামসুদ্দিন, ইঞ্জিনিয়ার হুরে জান্নাত মাহিনুর, ইঞ্জিনিয়ার সাকিয়া হুসনি, ইঞ্জিনিয়ার জান্নাতুল নাইম, মল্লিকা রানী নাথ, নিপা আক্তার ও মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।