আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মহেশখালীতে ত্রাণ আনার কাভার্ডভ্যানে বিপুল ইয়াবাসহ আটক ২

মহেশখালীতে ত্রাণ আনার কাভার্ডভ্যানে বিপুল ইয়াবাসহ আটক ২


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৫, ২০২০ , ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


 কক্সবাজার (মহেশখালী) প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে ত্রাণ আনার কাভার্ডভ্যান থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ চোরাচালান চক্রের সহযোগী দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত কার্ভাডভ্যানটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মহেশখালী থানা পুলিশ এ অভিযান চালায়। আটক দু’জন হলেন- চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকার আয়ুব আলীর ছেলে মো. করিম উল্লাহ (৩৫) ও সুনামগঞ্জের তাহিরপুরের লাকসামের সোলাইমানের ছেলে নূর মোহাম্মদ (৩২)। মহেশখালী থানা পুলিশ জানায়, ছোট মহেশখালী ইউনিয়নের ডেইল পাড়া ৭ নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি ও তার জামাতা স্পিডবোট ড্রাইভার সাদ্দাম সম্প্রতি ঢাকা থেকে কাভার্ডভ্যানে করে ত্রাণ দেওয়ার জন্য খাদ্যসামগ্রী আনেন। মূলত ত্রাণ দেওয়ার আড়ালে তারা ওই কাভার্ডভ্যানে করে ইয়াবা পাচার করতে যাচ্ছিল। সোমবার রাতে ইউপি সদস্য ওসমানের বাড়িতে অবস্থান করেন ইয়াবা ব্যবসায়ীরা। মঙ্গলবার ভোরে ওই বাড়ি থেকে কাভার্ডভ্যানে করে ইয়াবা চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল তাদের দুই সহযোগী। গোপন সূত্রে খবর পেয়ে ওই সময় মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে ওসি (তদন্ত) বাবুল লম্বাগোনা নামক স্থান থেকে প্রায় আড়াই লাখ পিস ইয়াবাসহ ওই দু’জনকে আটক করে। এ সময় কার্ভাডভ্যানটি জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়াবা চালানটি আটকের পর থেকে ওসমান গনি মেম্বার ওরফে বর্মাইয়া ওসমান, তার জামাতা স্পিডবোট ড্রাইভার সাদ্দাম ও তাদের অন্য সহযোগীরা আত্মগোপনে চলে গেছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, মঙ্গলবার ভোরে ইয়াবা নিয়ে যাওয়ার সময় লম্বাঘোনা নামক স্থান থেকে তাদের দুই সহযোগী আটক ও দেড় লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ইউপি সদস্য ওসমান ও তার জামাতা সাদ্দামের কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছিল। এর আগেও ৩০ হাজার পিস ইয়াবার চালান নিয়ে গিয়েছিল বলে তারা স্বীকার করেছে। তিনি আরও জানান, ইয়াবা চোরাচালান চক্রটির হোতাদের ধরতে অভিযান চলছে। আটক দু’জন ও পলাতক ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হচ্ছে।