আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মাজার জিয়ারত শেষে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো ৫ জনের

মাজার জিয়ারত শেষে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো ৫ জনের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৪ , ২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : বিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চার জনসহ ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া এলাকার মো. জামাল মিয়া (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে অনন্ত (১১), জামাল মিয়ার ভাই মো. এনামুল (৩৫) ও প্রাইভেটকার চালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনুছ বেপারীর ছেলে হারুন বেপারী (৩৪)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল কবির বলেন, মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে সিলেট যান জামাল মিয়া। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।