আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২৩ , ৪:৪৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : চীনের হ্যাংজু শহরে আগামীকাল শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ‘এশিয়ান গেমস-২০২২’। অবশ্য তার আগেই ফুটবল, ক্রিকেটসহ বেশ কিছু ইভেন্ট শুরু হয়েছে। আজ নারীদের ক্রিকেট ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হংকং- এর মুখোমুখি হওয়ার কতাহ ছিল বাংলাদেশ নারী দলের। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হ্যাংজুর ঝেজিংয়াং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে। কিন্তু সকাল থেকে হ্যাংজুতে বৃষ্টির আনাগোনা থাকায় সেটা সম্ভব হয়নি। এক বলও মাঠে না গড়িয়ে ম্যাচটি পরিত্যক্ত হয়।

এশিয়ান গেমসের নিয়মানুযায়ী পয়েন্ট ভাগাভাগির কোনো সুযোগ নেই। এখানে বিবেচনা করা হয় র‍্যাঙ্কিং। ফলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশের মেয়েরা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

এদিকে বৃষ্টিবিঘ্নিত দিনের অপর সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। থাইল্যান্ড আগে ব্যাট করে ১৫ ওভারে ৭ উইকেটে ৭৮ রান করে। জবাবে ১০.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে লঙ্কান নারীরা। দ্বিতীয় সেমিফাইনালে তারা পাকিস্তানের মুখোমুখি হবে।