আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৩ , ৫:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে শুক্রবার পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। ভারত মহাসাগরীয় দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে এ তথ্য জানিয়েছেন। আন্তানানারিভোর একটি হাসপাতালে সাংবাদিকদের এনটসে বলেন, ‘প্রাথমিকভাবে ১২ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হওয়ার তথ্য জানা গেছে।’

শুক্রবার বারিয়া স্টেডিয়ামে ইন্ডিয়ান ওসেন আইল্যান্ডস গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটি দেখতে প্রায় ৫০ হাজার মানুষ এসেছিল। স্টেডিয়ামের প্রবেশের সময় হুড়াহুড়ি শুরু হলে এই পদদলনের ঘটনা ঘটে।