আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মাদারীপুরে কলেজশিক্ষককে কুপিয়ে আহত, আটক ১

মাদারীপুরে কলেজশিক্ষককে কুপিয়ে আহত, আটক ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৯:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


aatokকাগজ অনলাইন প্রতিবেদক: মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে (৫০) দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রিন্স ফাইজুল্লাহ নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের শিক্ষক রিপন চক্রবর্তী শহরের কলেজের পেছনে সোবহান মুন্সির বাড়িতে ভাড়া থাকেন। বুধবার বিকেল ৫টার দিকে ওই বাড়ির কলিংবেল চাপা হয়। ওই শিক্ষক দরজা খোলামাত্রই তিন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

শিক্ষকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে স্থানীয়রা একজনকে ধাওয়া করে আটক করেন।

এ সময় স্থানীয়রা শিক্ষক রিপন চক্রবর্তীকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলেজের অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরা কোনো জঙ্গি সংগঠনের সদস্য। তবে কী কারণে শিক্ষকের ওপর হামলা চালানো হয়েছে, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক কলেজছাত্র নিজেকে প্রিন্স ফাইজুল্লাহ পরিচয় দিয়েছে। আটক কলেজছাত্র ঢাকার উত্তরার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাবা গোলাম ফাইজুল্লাহ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পরিবারসহ সে ঢাকার উত্তরাতে থাকে। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

সন্ধ্যায় এ সংবাদ লেখা পর্যন্ত আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, এএসপি মনিরুজ্জামান ফকির, ওসি জিয়াউল মোর্শেদ উপস্থিত ছিলেন।

তবে সাংবাদিকদের এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।