আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ২

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১২:২০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Madaripurমাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো দু’জন। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৭টার দিকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মাছবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা মাছ ব্যবসায়ী রাসেল  ও পথচারী সোহরাব মাতুব্বর ঘটনাস্থলেই মারা যান। নিহত রাসেল রাজৈর উপজেলার বেপারী পাড়া এলাকার গোলাম মোয়াজ্জেমের ছেলে এবং সোহরাব রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের ওয়াজেদ মাতুব্বরের ছেলে।

ঘটনার পর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপে্লক্স ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের ট্রাফিক পরিদর্শক গোপাল বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। যান চলাচল করছে।’