আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মাধবপুরে জাল নোটসহ আটক দুই ব্যক্তি

মাধবপুরে জাল নোটসহ আটক দুই ব্যক্তি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২১ , ১২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর উপজেলার সন্তোষপুর এলাকা থেকে ৫২ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আব্দুল হামিদ (৩২)ও আল আমীন (২৮)।
সোমবার (১২ জুলাই) বিকালে তাদের আটক করা হয়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, সোমবার বিকালে গোপন খবরের ভিত্তিতে জগদীশপুর ইউনিয়নের সন্তোষপুর এলাকা থেকে সন্তোষপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আব্দুল হামিদ (৩২) ও মনা মিয়ার ছেলে আল আমিনকে (২৮) ৫২ হাজার টাকা পাঁচশ ও এক হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।