আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মানববন্ধন থেকে জঙ্গি সন্দেহে যুবক আটক

মানববন্ধন থেকে জঙ্গি সন্দেহে যুবক আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৬:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


2কাগজ অনলাইন প্রতিবেদক: চট্টগ্রামের জামালখান প্রেসক্লাব এলাকায় পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন ওরফে মিতু আক্তারের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে জঙ্গি সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ওই যুবককে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

আটককৃত যুবকের কাছ থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূর আহম্মদ যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মানববন্ধন কর্মসূচি চলাকালে সন্দেহজনক ঘোরাফেরার সময় উপস্থিত তরুণরা ওই যুবককে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।