আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি মানুষকে অতিরিক্ত করের বোঝা বইতে হবে

মানুষকে অতিরিক্ত করের বোঝা বইতে হবে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


Mirzaকাগজ অনলাইন প্রতিবেদক: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তাতে মানুষকে অতিরিক্ত করের বোঝা বহন করতে হবে।

বুধবার (০৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বাজেট প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

এ সময় সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষিত প্রস্তাবিত বাজেটের বিভিন্ন বিষয়েরও সমালোচনা করেন তিনি।

গত বৃহস্পতিবার (০২ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য বাজেট উত্থাপন করা হয়। এবারের বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।