আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শি জিনপিং

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শি জিনপিং


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২৩ , ৩:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। চীনা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হবে বলে নিশ্চিত করা হয়। রোববার দুদিনের সফরে বেইজিংয়ে পা রাখেন অ্যান্টনি ব্লিঙ্কেন। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ কোনো মার্কিন কূটনীতিক চীন সফর করছেন। মার্কিন কর্মকর্তারা বলেন, তার এ সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করা। এর আগে যুক্তরাষ্ট্রের আকাশে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন উড়তে দেখা যায়। সে কারণে ওই সময় বেইজিংয়ে ব্লিঙ্কেনের সফর স্থগিত করা হয়।

সম্প্রতি তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং। অন্যদিকে, তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই চাপা উত্তেজনা বিরাজ করছে।