আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মার্কিন বিশ্ববিদ্যালয়ের ‘উপাচার্য পদক’ পেলেন ড. ইউনূস

মার্কিন বিশ্ববিদ্যালয়ের ‘উপাচার্য পদক’ পেলেন ড. ইউনূস


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৬:০০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


yunusকাগজ অনলাইন প্রতিবেদক: শান্তিতে নোবেল পুরস্কার জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘উপাচার্য পদক’ দিয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাচার্য প্রদীপ খোসলা ড. ইউনূসকে এই পদকে ভূষিত করেন। অনুষ্ঠানে প্রধান সমাবর্তন বক্তা ছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে উপাচার্য প্রদীপ খোসলা বলেন, ‘আমরা নিশ্চিত, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের গ্র্যাজুয়েটরা পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। আমাদের বর্তমান ও প্রাক্তন সব ছাত্র সাহসী ও উদ্ভাবনশীল। তারা আমাদের প্রধান সমাবর্তন বক্তা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মতো যেকোনো প্রত্যাশাকে চ্যালেঞ্জ করতে ও দিগন্তকে প্রসারিত করতে সক্ষম।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে নবীন গ্র্যাজুয়েটদের নিজেদের দেখা-শোনার চেয়েও বেশি কিছু করতে অনুপ্রাণিত করেন। তিনি বলেন, ‘তোমাদের সামনে একটি বিশাল পৃথিবী অপেক্ষা করছে। তোমাদের প্রত্যেকের ভেতরে অপরিসীম ক্ষমতা আছে। তোমরা যদি শুধু নিজেদের জন্যও এই ক্ষমতা ব্যবহার করো, তোমরা এর সামান্যই কাজে লাগাতে পারবে। তাই নিজেদের দেখা-শোনার পাশাপাশি তোমরা গোটা পৃথিবীর দায়িত্বও নাও না কেন?’

তিনি আরো বলেন, ‘তরুণরা বরাবরই অর্থপূর্ণ কিছু করতে চায়, কিন্তু সে সুযোগ তারা সবসময় পায় না।’

সমাবর্তন বক্তৃতা দেওয়ার আগে অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে ‘উপাচার্য পদক’ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদীপ খোসলা।

প্রসঙ্গত, ১৯৬০ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১১ ব্যক্তিকে এই পদক প্রদান করা হয়েছে।