আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২০ , ৭:০০ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক : মালয়েশিয়ায় বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের করোনা ভাইরাসে অসুস্থতায় স্বাস্থ্য বিষয়ক জরুরি পরামর্শ দেয়ার জন্য একটি সাময়িক পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২০ পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে। পরামর্শ দেবেন মালয়েশিয়াস্থ বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী মুঠোফোনের মাধ্যমে যোগাযোগের জন্য বলা হয়েছে। এছাড়াও দেশটির স্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ দূতাবাস সকল প্রবাসীদের করোনা সংক্রান্ত সব ধরনের চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে। মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে। বুধবার পর্যন্ত মারা গেছেন অন্তত ৪৩ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৩৭ জন। দেশটিতে এখনো কোন বাংলাদেশি আক্রান্ত না হলেও রয়েছেন চরম আতঙ্কে। নিজ দেশের জনগণকে আন্তরিক ফ্রি চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন দেশের গর্ব এক ঝাঁক উদ্যেমী চিকিৎসক। এই ফ্রি চিকিৎসা সেবা কেবলমাত্র বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত সকল বাংলাদেশির জন্য প্রযোজ্য । এছাড়া ক্লিনিক এন কেয়ার ডিজিটাল স্বাস্থ্য সেবা সকল ইমিগ্রান্ট নাগরিকদের চিকিৎসা বিষয়ক ফ্রি পরামর্শ দিতে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনে এই সেবা গ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।