আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি খুন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি খুন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২০ , ১০:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক :  মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিক খুন হয়েছে। মালয় মেইল এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। নিহতের নাম মোহাম্মদ বাপ্পি। মালয়েশিয়া থেকে বাড়িতে টাকা পাঠাতে বন্ধুকে নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ বাইক থেকে আক্রমণ করে ছিনতাইকারী।

টাকা রক্ষা করতে বাপ্পি দৌড় দিতে গিয়ে পড়ে যান খাদে। তারপর তার মৃত্যু ঘটে। ৩৯ বছর বয়সী বাপ্পিকে খাদে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন পথচারীরা।

টেঙা জেলা পুলিশের এসিপি শফি আবদ সামাদ জানায়, বাইকে থাকা ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে ভুক্তভোগী ব্যক্তি লাফ দিয়েছিলেন। তার সঙ্গে আরেক বাংলাদেশি ছিলেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। দুই বাংলাদেশি তামান নাগাসারিতে কর্মজীবী হোস্টেলে থাকতেন। পুলিশ জানান, ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।