আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মাহিন্দা রাজাপক্ষেকে ডেকেছে মানবাধিকার কমিশন

মাহিন্দা রাজাপক্ষেকে ডেকেছে মানবাধিকার কমিশন


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২২ , ১০:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে তলব করেছে দেশটির মানবাধিকার কমিশন (এইচআরসিএসএল)। গত ৯ মে গোটা গো গামা ও মাইনা গো গামার শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ও চলমান অস্থিরতা তদন্তে বক্তব্য জানতে তাকে ডাকা হয়েছে। রোববার (২৯ মে) লঙ্কান সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট’র প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। খবরে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও তার মন্ত্রিপরিষদ সদস্য নমল রাজাপক্ষে, রোহিতা আবেগুনাওয়ার্দেনা, জনস্টন ফার্নান্দো ও রমেশ পাথিরানাকেও ডেকেছে মানবাধিকার কমিশন। তাদের সবাইকে আগামী বুধবার (১ জুন) কমিশনের হাজির হতে বলা হয়েছে। একই বিষয়ে বক্তব্য রেকর্ড করতে আভান্ত গার্ডের চেয়ারম্যান নিসাঙ্কা সেনাধিপাঠিকেও তলব করেছে কমিশন। আগামীকাল সোমবার (৩০ মে) তার সঙ্গে বসবেন কমিশনের কর্মকর্তারা। কমিশন বলেছে, সেনাধিপাঠিকে কমিশনে ডাকা হয়েছে গত ৯ মে’র ঘটনায় ওঠা অভিযোগটি তদন্তের স্বার্থে। ওয়াতারেকা কারাগারের কয়েকজন বন্দি আছেন, যারা ওই ঘটনায় জড়িত ছিলেন। গোটা গো গামা ও মাইনা গো গামার শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার ঘটনায় তারা কীভাবে জড়িত ছিলেন জানতে কারা কমিশনারকে ডেকেছিল এইচআরসিএসএল। মানবাধিকার কমিশন জানিয়েছে, দেশব্যাপী সাধারণ জনগণের আন্দোলনে কয়েকবার হামলা করা হয়। এসব হামলা কেন করা হয়েছে তা নিয়ে কমিশন তদন্ত করছে। এ স্বার্থে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আওতায় পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা। আগামী বৃহস্পতিবার (২ জুন) আইজিপি সি.ডি. বিক্রমরত্নে ও পশ্চিম প্রদেশের দায়িত্বে থাকা সিনিয়র ডিআইজি দেশবন্ধু টেনাকুনকেও ডাকা হয়েছে।