আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মিতু হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

মিতু হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১:৫০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


khulna-mituখুলনা: চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তার হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন হয়েছে।

শুক্রবার (১০ জুন) দুপুরে মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে চেতনা’৭১ ও নিরাপদ সড়ক চাই নামে দু’টি সংগঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজানসহ আয়োজনকারী দুই সংগঠনের নেতারা।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে একের পর এক কাপুরুষোচিত হত্যাকাণ্ড ঘটছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, মন্দিরের পুরোহিত, মুদি দোকানদার, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে বিন্দুমাত্র মানবিকতাবোধ নেই। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের এক হতে হবে, রুখে দাঁড়াতে হবে।

মানববন্ধন থেকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ প্রতিরোধের আহ্বান জানানো হয়।