আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত আট

মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত আট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২২ , ৪:৩২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত এবং তার স্বামীকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী। একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, ভিকি বোম্যান, যিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, বুধবার বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে গ্রেপ্তার করা হয়েছিল। বোম্যানের স্বামী এবং বিশিষ্ট শিল্পী হটেন লিনকেও তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বলেও কূটনৈতিক সূত্রটি জানিয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, এই দম্পতিকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং অভিবাসন আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হবে। যুক্তরাজ্য দূতাবাসের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, মিয়ানমারে একজন ব্রিটিশ নারীর গ্রেপ্তারে আমরা উদ্বিগ্ন। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং কনস্যুলার সহায়তা দিচ্ছি।

এ বিয়য়ে জান্তার একজন মুখপাত্র মন্তব্যের অনুরোধের জবাব দেননি। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে, বোম্যান ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের দূতাবাসে দ্বিতীয় সচিব ছিলেন। বর্তমানে তিনি মায়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস-এ পরিচালক হিসেবে কাজ করছিলেন।