আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মিরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় ৪ শ্রমিকের লাশ উদ্ধার

মিরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় ৪ শ্রমিকের লাশ উদ্ধার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২২ , ৩:০১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক  ; চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন সংলগ্ন উপকূলে ড্রেজারডুবির ঘটনায় নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে  ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ১ জন এবং বুধবার সকালে আরও ৩ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে মঙ্গলবার সকালে এই ড্রেজার ডুবির ঘটনা ঘটে। এই সময়ে ড্রেজারটিতে মোট ৮ জন শ্রমিক ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার দুপুরে থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এই ঘটনার আরও ৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন।