মিরাজের বলে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২১ , ২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : প্রথম সেশনে বাংলাদেশ দলের স্পিন ঘূর্ণিতে নাকানিচুবানি খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যতিক্রম ছিলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউড। হাল ধরে সমানে ব্যাট চালিয়ে গেছে। দ্বিতীয় সেশনে এসেও ব্যাটে রান পাচ্ছিলেন। তাকে কাবু করতে ব্যর্থ হচ্ছিলেন তাইজুল-মেহেদীরা। ব্ল্যাকউডের সঙ্গে চমৎকার জুটি গড়ে ৪২ রানে আউট হয়েছেন টেলএন্ডার ব্যাটসম্যান জসুয়া দা সিলভা। ব্ল্যাকউড- সিলভা জুটিতে ফলোঅন এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে ২৩২ রান তোলার পরও ফলোঅন এড়ায় সফরকারীরা।
ব্ল্যাকউডের ব্যাটে বাংলাদেশের স্কোর ছোঁয়ার স্বপ্ন দেখছিল সফরকারীরা। তবে সে আশা অনেকটা ক্ষীণ করে দেন মিরাজ। তার লেন্থ বলে খোঁচা দিতে গিয়ে সামনেই দাঁড়িয়ে থাকা লিটন দাসের হাতে ধরা পড়েন ব্ল্যাকউড। আর ব্ল্যাকউড চলে যাওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছে উইন্ডিজ। মিরাজের আঘাতে আউট হয়েছেন লেজের ব্যাটসম্যান কেমার রোচ। রানের খাতাই খুলতে পারেননি তিনি। এতেই মন ভরেনি সেঞ্চুরিয়ানের। তার পরের শিকার রাহকিম কর্নওয়াল। ২ রান করে মিরাজের ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়ে সরাসরি বোল্ড হল কর্নওয়াল। ১৫৯ রানে অলআউট ক্যারিবীয়রা। সে হিসাবে ফলো অন এড়িয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৭১ রানে পিছিয়ে উইন্ডিজ। বাংলাদেশ এখন তাকিয়ে কত দ্রুত বাকি ১ উইকেট ফেলে দেওয়া যায়।