আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি মিসড কল দিলেই রিচার্জ!

মিসড কল দিলেই রিচার্জ!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১২:১৫ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


3অনলাইন ডেস্ক: চুটিয়ে আড্ডা দিচ্ছেন, এমন সময়ে ফোনের ব্যালেন্স গেল ফুরিয়ে! কী করবেন তখন? রিচার্জের জন্য দোকানে ছুটতে হবে? কম্পিউটার খুলে অনলাইন রিচার্জ করতেই পারেন, কিন্তু তাতে জমে ওঠা আড্ডাটা যে মাটি হয়ে যাবে! এই সমস্যার সমাধান নিয়ে এলে ভারতের এইচডিএফসি ব্যাংক।

এই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, তারা একটি বিশেষ নম্বরে শুধু ‘মিসড কল’ দিলেই ফোনে রিচার্জ হয়ে যাবে। মুহূর্তে ফোনে ফিরে আসবে টক-টাইম এবং ডেটা। শুধু যাদের অ্যাকাউন্ট আছে তারাই নন, তাদের আত্মীয়-বন্ধুদের ফোনেও এই সুবিধা পাওয়া যাবে।

তবে টাকা কাটা যাবে ওই অ্যাকাউন্ট থেকেই।

এই সুবিধা পাওয়ার জন্য, আগেই অবশ্য ফোন নম্বর রেজিস্ট্রেশন করে রাখতে হবে। একই সঙ্গে ব্যাংককে জানিয়ে দিতে হবে পছন্দের রিচার্জ অ্যামাউন্ট। কত টাকার রিচার্জ করতে চান, সেটা প্রতিটি ফোন নম্বরের জন্যই আলাদা আলাদা ঠিক করা যাবে। প্রয়োজন মতো সেটা ১০ থেকে ২৫০ টাকার মধ্যে বদলও করা যাবে।

সূত্র: এবেলা