আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মুখোমুখি সৌরভ গাঙ্গুলী-জয়া আহসান

মুখোমুখি সৌরভ গাঙ্গুলী-জয়া আহসান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:৩৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


2016_06_14_14_56_31_TLxYPNbL36FCXo5SLsMImcn2vOUICT_originalকাগজ বিনোদন ডেস্ক: দুই বাংলার তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’তে ক্রিকেট বিশ্বের অন্যতম কিংবদন্তি তারকা খেলোয়াড় সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।

জানা গেছে, মঙ্গলবার (১৪ জুন) রাতে কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল ‘জি-বাংলা’তে প্রচার হবে ‘দাদাগিরি’। আর এবারের পর্বে সৌরভ গাঙ্গুলীর জনপ্রিয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে গেছেন ‘রাজকাহিনী’ খ্যাত তারকা অভিনেত্রী জয়া আহসান।

প্রসঙ্গত, বাংলাদেশ ও কলকাতার সিনেমায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন জয়া আহসান। ‘আবর্ত’ নামের একটি সিনেমা দিয়ে কলকাতায় সিনেমায় অভিষেক ঘটে জয়ার। এরপর বাঙালি ভূতের গপ্পো এবং রাজকাহিনী সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। সম্প্রতি‘আমি জয় চ্যাটার্জি’ নামের একটি চলচ্চিত্রে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে কাজ করেছেন তিনি। বাংলাদেশে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’-এ সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।