আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মুন্সীগঞ্জে চিকিৎসকসহ আরও ৩২ জন করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জে চিকিৎসকসহ আরও ৩২ জন করোনায় আক্রান্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২০ , ৮:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


মুন্সীগঞ্জ প্রতিনিধি : জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, শুক্রবার আসা পরীক্ষা প্রতিবেদনে তারা এই তথ্য পেয়েছেন। ৩২ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন চিকিৎসকসহ ছয়জন, শ্রীনগর উপজেলায় ১২, সিরাজদিখান উপজেলায় ছয়, লৌহজং উপজেলায় উপজেলায় ছয় ও গজারিয়া উপজেলায় দুইজন। এই নিয়ে এ জেলায় মোট ২৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হল বলে তিনি জানান। সিভিল সার্জন বলেন, সর্বশেষ আক্রান্ত চিকিৎসক একজন নারী, যার বয়স ৩৪ বছর। তিনি মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ছিলেন। তাকে বিশেষ পরিস্থিতিতে ঢাকায় মাতুয়াইল হাসপাতালে নেওয়া হয়েছিল। এই নিয়ে এ জেলায় স্বাস্থ্য বিভাগের ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হল বলে তিনি জানান।