আজকের দিন তারিখ ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড মুস্তাফিজকে সংবর্ধনা দিল সাতক্ষীরা জেলা প্রশাসন

মুস্তাফিজকে সংবর্ধনা দিল সাতক্ষীরা জেলা প্রশাসন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১১:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


mustafizসাতক্ষীরা: আইপিএল জয়ী মুস্তাফিজকে মিষ্টিমুখ করালেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। একই সাথে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয় এবং শুভেচ্ছা জানানো হয় ফুল দিয়ে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল মুস্তাফিজের বাড়িতে কালিগঞ্জের তেতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়িতে ১০কেজি মিষ্টি নিয়ে পৌছানোর পর মুস্তাফিজসহ তার পরিবারকে মিষ্টিমুখ করানো হয়। তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও এক লক্ষ টাকার চেক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরচালক মাইনুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শেখ নিজাম উদ্দিন, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের পরিবার উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেন, মুস্তাফিজুর রহমান দেশের গর্ব। এ সময় তিনি মুস্তাফিজের মঙ্গল কামনা করেন।