আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মুস্তাফিজের চোখ ধাঁধানো সেই ক্যাচ

মুস্তাফিজের চোখ ধাঁধানো সেই ক্যাচ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২১ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখাচ্ছে টাইগাররা। এরই মধ্যে পাঁচ ম্যাচের এই সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এখনও একটি ম্যাচ বাকি। এক ম্যাচ বাকি থাকতেই কিউইদের বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ। কেননা, নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম কোনও টি-টোয়েন্টি সিরিজ জয়।
ঐতিহাসিক এই জয় নিশ্চিত হয় বুধবার সফরকারীদের বিপক্ষে চতুর্থ ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়ের মাধ্যমে। এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এর সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যায়। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে এদিন ৯৩ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন ৪টি করে উইকেট। জবাবে মাহমুদউল্লাহর ব্যাটে ৫ বল হাতে থাকতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। মুস্তাফিজ যে উইকেটগুলো নিয়েছেন তার একটি কোল ম্যাকনকির। এই ডানহাতিকে শূন্য রানেই কট অ্যান্ড বোল করে ফেরান ফিজ। নিজের বলে নিজেই যে ক্যাচটা নিয়েছেন, তা ছিল দেখার মতো।