আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন হিথ স্ট্রিক

মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন হিথ স্ট্রিক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২৩ , ৩:৫২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  সাবেক জিম্বাবুয়াইন ক্রিকেটার হিথ স্ট্রিক মারা গেছেন, হঠাৎ করেই এমন খবরে সয়লাব হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। পরে জানা যায়, স্ট্রিক আসলে মারা যাননি। কেউ তার নামে গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। আর এমন কাণ্ডে বেশ অবাক ও ব্যথিত হয়েছেন বাংলাদেশের সাবেক এই কোচ। চারদিকে যখন মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, স্ট্রিক তখন জিম্বাবুয়েতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্ব ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ব্যাপারটায় বেশ হতবাক হয়ে যান তিনি। পরে নিজেই স্পোর্টস্টারের কাছে নিশ্চিত করেন যে, তিনি সুস্থ আছেন এবং ক্যান্সার থেকে সেরে উঠছেন।

মৃত্যুর মতো একটি স্পর্শকাতর বিষয় নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়ে স্ট্রিক বলেন, ‘মানুষের এই ধরনের গুজব ছড়ানোর আগে একটু সাবধান হওয়া উচিত। আমি এখন ভালো আছি এবং ক্যান্সার থেকে সেরে উঠছি।’