আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মেক্সিকোতে হারিকেন ‘গ্রেসের’ আঘাতে ৮ জনের প্রাণহানি

মেক্সিকোতে হারিকেন ‘গ্রেসের’ আঘাতে ৮ জনের প্রাণহানি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২২, ২০২১ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : মেক্সিকো উপকূলে আঘাত হানা হারিকেন গ্রেসের তাণ্ডবে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে ক্যাটাগরি ৩ শক্তি নিয়ে আঘাত হানে সামুদ্রিক ঝড়টি। এতে ভয়াবহ বন্য ও মাটি ধসে একই পরিবারের ছয়জনসহ মোট আটজনের মৃত্যু হয়। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মেক্সিকোর জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, আঘাতের সময় গ্রেসের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় অন্তত ১২০ মাইল। যা পরবর্তী কয়েক ঘণ্টা উপকূলজুড়ে তাণ্ডব চালায়। পরে শক্তি হারিয়ে এটি মৌসুমি ঝড়ে পরিণত হয়।