আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড মেক্সিকোয় শিক্ষক ইউনিয়নের নেতা আটক

মেক্সিকোয় শিক্ষক ইউনিয়নের নেতা আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৫:৪৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


mexicoকাগজ অনলাইন ডেস্ক: অবৈধভাবে অর্থ সংগ্রহের অভিযোগে শিক্ষক ইউনিয়নের নেতাকে আটক করেছে মেক্সিকো পুলিশ। তাদের অভিযোগ, দক্ষিণাঞ্চলীয় শহর অক্সাকা থেকে থেকে এই নেতা ইউনিয়ন সদস্যদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা তুলেছেন।

রুবেন নানেজ নামের এই নেতা এক দশক ধরে শিক্ষকদের বেতন বৃদ্ধি ও তাদের কাজের পরিবেশ উন্নত করার দাবি জানাচ্ছে।

নুানেজের সমর্থকরা তাকে নির্দোষ বলে দাবি করেছেন। রাজনৈতিক কারণে তাকে আটক করা হয় বলেও তারা অভিযোগ করেন।

নানেজের মুক্তি দাবিতে তার সমর্থকরা অক্সাকা শহরের চারপাশের রাস্তায় প্রতিবন্ধকতা স্থাপন করে। মঙ্গল ও শুক্রবার মেক্সিকো সিটিতে বিক্ষোভও ডেকেছে শিক্ষক ইউনিয়ন।

সরকারি আইনজীবী বলছেন, তিনি ২৪ মিলিয়ন (১. ৩ মিলিয়ন ডলার) পেসোরও বেশি চাদা তুলেছেন। এই অর্থ তোলেন তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত।

শিক্ষা কর্মীদের পে-স্লিপ থেকে এই অর্থ তোলা হয়। সরকারী আইনজীবী বলছেন, এই পে-স্লিপ মূলত ইউনিয়নগুলোই নিয়ন্ত্রণ করে থাকে।

অক্সাকা ইউনিয়নের লোকজনের এই অবৈধ কর্মকা-ের সঙ্গে জড়িত থকার সম্ভবনা আইনজীবী উড়িয়ে দিচ্ছেন না।

শবিবার ভোরের দিকে নানেজকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সোনোরার হারমোসিলোস্থ কেন্দ্রীয় কারাগারে।

নুমেজের সহ-ইউনিয়ন-কর্মী এফ ভিলালোবোসকেও অক্সাকাসে গ্রেফতার করা হয়।

নানেজ হচ্ছেন ন্যাশনাল কো-অর্ডিনেশন অব এডুকেশন ওয়ার্কার (সিএনটিই) অক্সাকা শাখার নেতা । মূল স্রোতধারা এসএনটিই’র ভিন্ন মতাবলম্বীরা এটি গঠন করে ১৯৭৯ সালে।

যাদের গ্রেফতার করা হয়েছে সিএনটিই তাদের রাজবন্দী হিসেবে অভিহিত করেছে। কেন্দ্রীয় সরকার ও অক্সাকা গভর্নন গাবিনো কুয়ের জিম্মি হিসেবেও অভিহিত করে।

ইউনিয়ন শিক্ষা সংস্কারের বিরোধীতা করছে। এই সংস্কার কর্মসূচি প্রবর্তন করেন প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো।