আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ‘মেজবা বিজনেস অ্যাপ’ দিচ্ছে ব্যবসায়িক সম্ভাবনা ও সমস্যার সমাধান

‘মেজবা বিজনেস অ্যাপ’ দিচ্ছে ব্যবসায়িক সম্ভাবনা ও সমস্যার সমাধান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২২ , ২:১০ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  তরুণ উদ্যোক্তা বা ব্যবসায়ীরা তাদের ব্যবসা শুরুর পূর্বে ও পরে নানারকম ব্যবসায়িক সমস্যার সম্মুখীন হন। সে সব সমস্যার সমাধান নিয়ে সাজানো হয়েছে ‘মেজবা বিজনেস অ্যাপ’ অ্যাপ। অ্যাপটির মাধ্যমে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ব্যবসার সঠিক দিক নির্দেশনা, পরিকল্পনা, মার্কেটিং পরামর্শসহ সব ধরনের সহায়তা পাবেন বিজনেস এক্সপার্টদের কাছ থেকে। মূলত নতুন উদ্যোক্তাদের সঠিক দিক নির্দেশনা এবং ব্যাবসায় সফল হওয়ার নানা রকম টিপস ও স্ট্র্যাটেজি নিয়ে অ্যাপটি সাজানো হয়েছে বলে জানান অ্যাপের ফাউন্ডার মেজবা আহমেদ।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপটিতে রয়েছে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের প্রিমিয়াম ভিডিও। এখানে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স, এক্সপোর্ট ইমপোর্টের যাবতীয় খুঁটিনাটি, বিজনেস ব্লগ, কুইজ, বিনিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকবে। মূলত ব্যবসা করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা কিভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে সফলভাবে পরিচালনা করা যায়, তার বিভিন্ন রকম উপায় বাদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অ্যাপে।

মেজবা বিজনেস অ্যাপ- এ তিন মাস, ছয় মাস ও এক বছর মেয়াদী মেম্বারশিপ রয়েছে। মেম্বারশিপ সার্ভিস এ উদ্যোক্তারা ব্যবসার সমসা সমাধানের পরামর্শ বা কনসালটেশন পাবেন। মেজবা আহমেদ ঢাকা ইউনিভর্সিটির ব্যাবস্থাপনা বিভাগ থেকে বিবিএ ও এমবিএ করেন। পড়াশোনা শেষ করে প্রথমে কিছুদিন চাকরি করলেও পরে নিজেই কিছু করার চেষ্টায় নেমে যান। বর্তমানে এই তরুণ একাধারে একজন সফল উদ্যোক্তা, দেশি এবং বিদেশি কোম্পানির বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করছেন।