আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মেজাজ হারিয়ে ভক্তকে পেটালেন সাকিব

মেজাজ হারিয়ে ভক্তকে পেটালেন সাকিব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২৩ , ৫:২২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বাণিজ্যিক প্রচারণায় গিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে গিয়ে মাথার ক্যাচ দিয়ে এক ভক্তকে পেটান সাকিব।
বৃহস্পতিবার (৯ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি শেষ করে চট্টগ্রামে একটি বাণিজ্যিক প্রচারে যান সাকিব। সেখানে সাকিবের মাথা থেকে ক্যাপ নিয়ে যেতে উদ্যত হন এক ভক্ত। ভক্তের এমন কান্ডে মেজাজ হারিয়ে সেই ক্যাপ দিয়েই আঘাত করতে থাকেন সাকিব। চট্টগ্রামে একটি শো রুম উদ্বোধন করতে গিয়েছিলেন সাকিব। সেখানে পরিকল্পনার অভাব ছিল। সাকিবকে এক নজর দেখতে সেই শো রুমের সামনে ভিড় জমান অসংখ্য ভক্ত-সমর্থক। গাড়ীতে ওঠার ঠিক আগ মুহূর্তে মাথা থেকে ক্যাপ টান দিয়ে নেয়া হয়। তখন মেজাজ হারিয়ে সেই ক্যাপ দিয়েই ভক্তকে পেটাতে থাকেন সাকিব।