আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মেসিকে নিজের বাসায় থাকার আমন্ত্রণ রামোসের

মেসিকে নিজের বাসায় থাকার আমন্ত্রণ রামোসের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২১ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : লিওনেল মেসিতে মেতেছে প্যারিস। বার্সার সাথে সম্পর্কচ্ছেদ করে পাড়ি জমিয়েছেন এই শহরের ক্লাব পিএসজিতে। ৩৪ বছর বয়সী মেসি সপরিবারে বর্তমানে অবস্থান করছেন প্যারিসের বিলাসবহুল হোটেল লে রয়্যাল মনোসোতে। প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তি শেষেও সেখানেই আছেন। বাসা খুঁজে পেতে হয়তো সময় লেগে যাবে। ততদিন পর্যন্ত নিজ বাসায় সপরিবারে মেসিকে থাকার আমন্ত্রণ জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী থেকে সতীর্থ হওয়া সার্জিও রামোস। লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক এখন পিএসজিতে। বেশ কয়েক সপ্তাহ আগেই রামোস পিএসজির সঙ্গে চুক্তি করে ফেলেছেন। ফরাসি সংবাদমাধ্যম এল পাইস’এর প্রতিবেদন অনুযায়ী, রামোস মেসিকে বলেছেন, তিনি যদি হোটেলে থাকতে না চান তাহলে সপরিবারে তার বাড়িতে যেন ওঠেন।
এভিনিউ হোশেতে অবস্থিত এই হোটেলটি শ্যাম্পস এলিসিসের একেবারে কাছে এবং চুক্তি করার পর রামোস অল্প সময়ের জন্য সেখানেই ছিলেন। জানা গেছে, স্প্যানিশ সেন্টার ব্যাক পরে উঠেছেন নিউলি-সুর-সেইনের একটি বাসায়, যেখানে অ্যাঞ্জেল ডি মারিয়া ও মারকুইনহোসরা থাকেন।