আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মেসিদের বরণের অপেক্ষায় আর্জেন্টিনা

মেসিদের বরণের অপেক্ষায় আর্জেন্টিনা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২২ , ৮:০৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : তিন যুগ পেরিয়ে অবশেষে মেসির হাত দিয়ে বিশ্বকাপ পেল আর্জেন্টিনা। আর ফুটবলের সেই সবচেয়ে লোভনীয় পুরষ্কার নিয়ে আর্জেন্টিনার উদ্দেশে রওয়ানা হয়েছেন লিওনেল মেসি এবং তার সতীর্থরা। কারণ সোমবার তাদেরকে বাড়িতে স্বাগত জানাতে এবং বিশ্বকাপ ট্রফি এক ঝলক দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।  রোববার দীর্ঘ ৩৬ বছর বিশ্বকাপ না জেতার যে খরা গুছিয়েছেন মেসি ও তার সতীর্থরা। তাদের এমন সাফল্যে ফুটবল ভক্তদের ভিড় জমেছে দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে। জয় উদযাপন করতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল। আর্জেন্টিনার রাজধানী দেখলে মনে হবে যেন মানুষের ঝড় শুরু হয়েছে। খবর বুয়েনস আয়ার্স টাইমের
ডিয়েগো ম্যারাডোনা ৩৬ বছর আগে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ। সঙ্গে ছিলেন হোর্হে বুরুচাগা, অস্কার রুগেরি, সের্হিও বাতিস্তা, হোর্হে ভালদানো, নেরি পম্পিডুরা। সেই বিশ্বকাপের পর ম্যারাডোনার কীর্তির আর পুনরাবৃত্তি হয়নি। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের পর অবশেষে মেসির হাত দিয়ে আর্জেন্টিনা পেল স্বপ্নের বিশ্বকাপ। আবেগ, রোমাঞ্চ, উত্তেজনা সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাওয়া এই ফাইনালের পর নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনটি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ৯ গোল করা বাতিস্তুতা। আর্জেন্টিনার বিশ্বজয়ের মুহূর্তে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেবল একটা কথাই বলতে পারলেন, ‘দুর্দান্ত এই জয়। আমরা সবাই কত কষ্টই না করেছি এই জয় দেখার জন্য। আমি মেসির জন্য আনন্দিত। গোটা দেশের জন্যই আনন্দিত। আমি কথা বলতে পারছি না। দুঃখিত, আমি কথা বলতে পারছি না। সবার কাছে ক্ষমা চাই।’ আর এতো আনন্দ, উত্তেজনা, আবেগ নিয়ে সোমবার কখন তাদের বীরেরা দেশে আসবে আর তাদেরকে স্বাগত জানাবে সেজন্য অপেক্ষা করছে ৪৫ মিলিয়ন দেশবাসী।  মেসির শিক্ষক ভেরোনিকা সিলভা এএফপিকে বলেন, ‘অবশ্যই, আমরা সবার তাদেরকে বরণ করতে অপেক্ষা করছি। এটা আরও কয়েকদিন চলবে।’  ৬৩ বছর বয়সী ক্লিনার রোসা রদ্রিগেজ বলেন, ‘অবশ্যই, আমরা তাদের দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। তারা আমাদের গর্ব। তারা যখন আসবে তখন সবচেয়ে বড় উদযাপন হবে।’