মোটরসাইকেলে ৩ আরোহী নিষিদ্ধ, হেলমেট বাধ্যতামূলক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: সারাদেশে মোটরসাইকেলে তিনজন আরোহী চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে চালক ও আরোহীকে অবশ্যই হেলমেট পরিধান করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনার প্রেক্ষিতে সোমবার (০৬ জুন) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে এ ঘোষণা দেন ওবায়দুল কাদের।
শ্রীনগরের হাসারা পুলিশ ফাঁড়িতে হাইওয়ে পুলিশের গাজীপুর জোনের অধীনস্থ বিভিন্ন সড়ক থেকে জব্দকৃত ব্যাটারি চালিত ইজিবাইক ধ্বংস করতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও সেতুমন্ত্রী।
নির্দেশ কার্যকরে শিগগিরই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রাস্তায় অভিযানে নামবে বলে ঘোষণা দেন তিনি।