আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মোদি জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন : ফের বাড়ছে লকডাউন

মোদি জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন : ফের বাড়ছে লকডাউন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২০ , ১০:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আজ  মঙ্গলবার ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির দপ্তর থেকে আজ  দুপুর ১২ টায় টুইট করে জানানো হয়েছে, আজ রাত আটটায় জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। তবে তাঁর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে এখনও স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি। গতকাল সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬ ঘণ্টার ম্যারাথন বৈঠক করেন  নরেন্দ্র মোদি। বৈঠকে লকডাউন প্রসঙ্গে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতামত জানতে চান তিনি। সূত্র জানায়, বেশ কয়েকটি বড় রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। কয়েকটি রাজ্য আপত্তি জানালেও সংখ্যাগরিষ্ঠ মত চতুর্থ দফার লকডাউনের পক্ষেই। আজ মঙ্গলবার ভারতের লকডাউন ৪৯ দিনে পড়ল। কিন্তু টানা এই ৪৯ দিনের লকডাউনেও করোনা সংক্রমণের গতি নিয়ন্ত্রণে আনা যায়নি। এই পরিস্থিতিতে লকডাউন বাড়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর মধ্যেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে ঘোষণা করে দেওয়া হলো। লকডাউনের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের দিকে নজর থাকবে পুরো ভারতের।