আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মোস্তাফিজের পর মেহেদীর জোড়া আঘাত

মোস্তাফিজের পর মেহেদীর জোড়া আঘাত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৩, ২০২১ , ১২:১৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশের দেয়া লড়াকু ২৭২ রানের টার্গেটের বিপক্ষে খেলতে নেমে দলীয় ৫৩ রানে তিন উইকেট হারিয়ে ধুকছে নিউজিল্যান্ড। মার্টিন গাপটিলকে মোস্তাফিজ ফেরানোর পর জোড়া উইকেট নেন মেহেদী হাসান। ম্যাচে নিজের করা প্রথম ওভারেই হেনরি নিকোলাসকে বোল্ড করেন মেহেদী হাসান। আউট হওয়ার আগে ১৮ বলে ১৩ রান করেন কিউই ওপেনার নিকোলাস। পরের ওভারেই আবার উইকেট পান এই তরুণ তুর্কী। উইল ইয়ংকে ১ রানে সাজঘরে ফেরান এই টাইগার স্পিনার।
এর আগে ব্যক্তিগত ২০ রানে মোস্তাফিজের উইকেটে পরিণত হন মার্টিন গাপটিল। কাটার মাস্টারের বল লেগ সাইডে খেলতে গিয়ে সোজাসুজি উপরে তুলে দেন গাপটিল, সাবধানতার সঙ্গে তালুবন্দি করেন মোস্তাফিজ। ডেভন কনওয়ে (২০) ও টম ল্যাথাম (০) ক্রিজে রয়েছেন। এই প্রতিবেদনটি করা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান।।