আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড মোহাম্মদ আলীর দাফন শুক্রবার

মোহাম্মদ আলীর দাফন শুক্রবার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


bdঅনলাইন স্পোর্টস ডেস্ক: হেভিওয়েট চ্যাম্পিয়ন ও গ্রেটেস্ট মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন শুক্রবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে শহরে হবে বলে জানা গেছে। স্থানীয় সময় দুপুর ২টা থেকে শহরের কেএফসি ইয়োম সেন্টারে দাফনের প্রস্তুতি নেয়া হবে।

এদিকে মোহাম্মদ আলীর ইচ্ছানুযায়ী ইসলামিক নিয়মেই তার দাফন হবে বলে জানিয়েছেন তার পরিবারের মুখপাত্র বব গানেল। শনিবার এক সংবাদ সম্মেলনে বব গানেল বলেন, দাফনে ধর্ম মত নির্বিশেষে সবাই অংশ নিতে পারবেন। কেননা ‘আলী ছিলেন বিশ্ব নাগরিক এবং তিনি জীবনের সকল ক্ষেত্রে মানুষের সাহচার্য পছন্দ করতেন।’

উল্লেখ্য, আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে মৃত্যু বরণ করেন তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন ও বিশ্বের ‘গ্রেটেস্ট’ ক্রিড়াবিদ ও মানবাধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামী নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। গত ৩২ বছর ধরেই তিনি পারকিসসন রোগে ভুগছিলেন। তবে পরিবারের সদস্যরা দাবি করেছেন, তিনি সেপটিক শকে আক্রান্ত হয়ে মারা গেছেন।