আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন ম্যাক্সি ড্রেসে নতুন ফ্যাশন স্টাইলে রিহানা

ম্যাক্সি ড্রেসে নতুন ফ্যাশন স্টাইলে রিহানা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৬:৪৪ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


fashionকাগজ অনলাইন ডেস্ক: সিম্পল ডিজাইনের ফ্লোর-দৈর্ঘ্যের ম্যাক্সি ড্রেসে দেখা গেল জনপ্রিয় পপ তারকা রিহানাকে। সামারের জন্য সহজ ফ্যাশনকেই সবাই পছন্দ করে থাকেন। আর এই বৈশিষ্ট্যকে খুব ভালভাবে আয়ত্ত করেছেন রিহানা। সাথে তিনি নিয়ে এসেছেন স্পোর্টি লুক এবং লাক্সারি বিভিন্ন জিনিস দিয়ে স্টাইলকে করেছেন পরিপূর্ণ।

তিনি পরেছিলেন ফিতাবিহীন একটি ন্যাচারাল-স্ট্রাইপের ম্যাক্সি। সাথে ছিল ট্র্যাপস্টার ব্র্যান্ডের ক্যাপ এবং পুমা ব্র্যান্ডের স্নিকারস। তবে তিনি সাথে এটাও নিশ্চিত করেন যে তিনি হাই ফ্যাশনে আছেন। হ্যান্ডব্যাগ হিসেবে বেছে নেন ডিয়োর ব্র্যান্ডের সামার কালেকশনের একটি মেটালিক ডিয়োরএভার। আর কানের দুল হিসেবে ছিল চোপার্ড এন্ড জ্যাকি আইচ বাবলস। সবকিছু মিলিয়ে তিনি আমাদের উপহার দেন নতুন অভিনব একটি ফ্যাশন স্টাইল স্ট্যাটমেন্ট।