আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ম্যাডোনার শরীরে মিলেছে করোনার অ্যান্টিবডি

ম্যাডোনার শরীরে মিলেছে করোনার অ্যান্টিবডি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২০ , ৭:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণে নাকাল গোটা দুনিয়া। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি কারও রক্ষা নেই করোনার ভয়াল থাবা থেকে। এরই মধ্যে প্রাণ গেছে অনেক বিখ্যাত ব্যক্তিদের। তবে এমন সময় দারুণ খবর দিয়েছেন মার্কিন পপ মাগিয়া ম্যাডোনা। তার শরীরে মিলেছে করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করার মতো অ্যান্টিবডি। ইনস্টাগ্রামে ভক্তদের নিজেই এ খবর জানিয়েছেন ম্যাডোনা। করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য বেশ কিছুদিন ধরেই সেল্প কোয়ারেন্টিনে আছেন এই মার্কিন পপ গায়িকা। তিনি তার ইনস্টাগ্রাম টিভিতে ‘কোয়ারেন্টিইন ডায়েরি’ সিরিজের ১৪তম এপিসোডে নিজের করোনা অ্যান্টিবডি টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান। ইতোপূর্বে ম্যাডোনার কোয়ারেন্টিন ডায়েরির বক্তব্য বেশ আলোচিত হয় সামাজিক মাধ্যমে। করোনা মহামারিকে ‘মহান সাম্যসৃষ্টিকারী’ ঘোষণা দিয়ে বিতর্কও সৃষ্টি করেন তিনি। এ নিয়ে ম্যাডোনা বলেন, ‘এবার আমি কোভিড-১৯ বাতাসে নিঃশ্বাস নিতে তৈরি? আমার টেস্ট রিপোর্ট বলছে আমার শরীরে করোনা অ্যান্টিবডি রয়েছে? তাই কাল গাড়ি নিয়ে লং ড্রাইভে যাব আর বাইরের মুক্ত হাওয়া খাব।’ এদিকে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশন-এর মতে, এই অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে জানা যায়, কোনো ব্যক্তি সংক্রমিত কারোর সংস্পর্শে এসেছে কিনা এবং তার শরীরে সংক্রমণের সঙ্গে লড়াইয়ের জন্য দরকারি প্রোটিন সেল আছে কিনা। যদি থাকে তাহলে করোনায় তার ভয় নেই। সে এই ভাইরাস মোকাবিলায় প্রস্তুত।