যমুনার আরিচা পয়েন্টে পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২২ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচার যমুনা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১২ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২ দশমিক ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাপক মো. ফারুক হোসেন। তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১২ ঘণ্টায় আরিচার যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়েছে। আরও ৪-৫ দিন এই পানি বাড়তে পারে। তবে গত ১২ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বেড়ে ৬ দশমিক ৩৯ সেন্টিমিটার আছে। আরিচার যমুনা পয়েন্টের পানির বিপৎসীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৫৪ সেন্টমিটার। উজান থেকে নেমে আসা পানি যমুনা নদী ও কিছু পানি আশপাশের শাখা শুকনো নদীতে প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি।