আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য যাত্রা শুরু করল ই-কমার্স মার্কেট প্লেস `ঢাবাং ডট কম’

যাত্রা শুরু করল ই-কমার্স মার্কেট প্লেস `ঢাবাং ডট কম’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২০ , ১:০৯ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :   গতকাল ২৪শে অক্টোবর শনিবার রাজধানীর রামপুরা বনশ্রীতে একটি চাইনিজ রেস্টুরেন্ট-এ ঢাবাং লিমিটেড কোম্পানির নতুন প্রকল্প ই-কমার্স মার্কেট প্লেস www.dhabang.com শুভ উদ্ভোধন করা হয়! শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথী ও মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ। আরও উপস্থিত ছিলেন ঢাবাং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম তারেক, ঢাবাং ডট কমের পরিচালক সাদিয়া আফরিন পুষ্প, ঢাবাং টি এর সেলস এন্ড মাকেটিং পরিচালক জনাব দেলোয়ার হোসেন দোলন এবং আরো ঢাবাং এর সাথে যুক্ত আছেন জনাব মোহাম্মদ আলম ( চেয়ারম্যান –ঢাবাং লি:) পরিচালক জনাব নূরে আলম ও প্রমুখ ।  এছাড়াও ঢাবাং এর সারাদেশের ডিলার, প্রতিনিধি গন উপস্থিত ছিলেন ।

ঢাবাং লিমিটেড কোম্পানির বর্তমান পণ্য ঢাবাং চা , যা সারা বাংলাদেশের ৬৪ জেলায় ও ৪৯২ টি উপজেলায় ডিলার প্রকিয়া চলছে। dhabang.com হল ঢাবাং লি: কোম্পানির সিস্টার কনসার্ন একটি ( ই-কমার্স মার্কেট প্লেস ) দেশের সেরা ই-কমার্স মার্কেট প্লেস ৬ টি ক্যাটাগরি নিয়ে বিজনেস পরিচালনা করছেন! ই-কমার্স মার্কেট প্লেস ৬ টি ক্যাটাগরিতে সারা বাংলাদেশ থেকে মাল্টিভেন্ডর নেওয়া হচ্ছে ।
ভেন্ডর লিংক: https://api.dhabang.com/vendor/register