আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড যুক্তরাজ্যের ভিসা পেলেন আমির

যুক্তরাজ্যের ভিসা পেলেন আমির


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৭:২৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


4কাগজ অনলাইন ডেস্ক: পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের যুক্তরাজ্যের ভিসা পাওয়া নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। অনেকের ধারণা ছিল, তাকে হয়তো ভিসা দেয়া হবে না। কিন্তু সব কিছুর অবসান ঘটিয়ে এই ক্রিকেটারের ভিসা অনুমোদন করেছে যুক্তরাজ্য। পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

আগামী ১৮ জুন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য দেশের মাটি ত্যাগ করবে পাকিস্তান। দলের সঙ্গেই আমির ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হতে পারবেন বলে জানানো হয়েছে।

ইংল্যান্ডে চার ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান। সেই দলে ছিলেন মোহাম্মদ আমির। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ২০১০ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে শাস্তি ভোগ করা এই ক্রিকেটারকে ভিসা দেয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল।

গত ২০ মে আমিরের ভিসার জন্য আবেদন করে পিসিবি। ২১ দিন পর যুক্তরাজ্য তার ভিসার অনুমোদন দিল। তার আবেদন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সমর্থন করেছিল।

এর আগে ২০১৪ সালে ব্যক্তিগত কারণে আমির যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তার আবেদন বাতিল করে দেয়া হয়েছিল।