আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যুক্তরাষ্ট্রের আশ্রয়শিবিরে চলন্ত গাড়ির চাপায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের আশ্রয়শিবিরে চলন্ত গাড়ির চাপায় নিহত ৪


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২২ , ৪:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওরেগেন রাজ্যে গৃহহীনদের একটি আশ্রয়শিবিরে চলন্ত গাড়ি চাপায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুইজনকে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় রোববার (২৭ মার্চ) রাত ২টার দিকে ঘটনাটি ঘটেছে। স্যালেম শহরের একটি আশ্রয় শিবিরের এই ঘটনায় চার জন নিহত হয় এবং আহত আরও দুই জনকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরও দুই জন মারা যান বলেও জানানো হয়েছে।

পুলিশের পক্ষ  থেকে জানানো হয়, এ দুর্ঘটনার ক্ষেত্রে অ্যালকোহলের বিষয় জড়িত থাকতে পারে। গাড়ির চালক এনরিকে রদ্রিগেজ জুনিয়রকে (২৪) হাসপাতালে নেয়া হলে পরে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে একাই গাড়িটি চালাচ্ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রাস্তা ছেড়ে ওই আশ্রয়শিবিরে ঢুকে পড়লে দুই জন গাড়ির নিচে চাপা পড়ে। বর্তমানে তাকে তাকে ম্যারিয়ন কাউন্টি কারগারে আটক রাখা হয়েছে।

গাড়ির চালকের বিরুদ্ধে প্রথম মাত্রার অনিচ্ছাকৃত হত্যার চারটি, প্রত্যেকটি ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় মাত্রার হামলার একটি এবং বেপারোয়া দুর্ঘটনার জন্য ছয়টি অভিযোগ গৃহীত হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটিকে ‘দুঃখজনক শোচনীয় পরিণতি’ বলে উল্লেখ করে স্যালেমের মেয়র চাক বেনেট জানিয়েছেন, দুই সপ্তাহ আগে স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের জায়গায় অস্থায়ীভাবে আশ্রয় শিবিরটি শাপন করা হয়েছিলো, আগামী বুধবারই এটিকে উঠিয়ে দেয়ার কথাও ছিলো।