আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যুক্তরাষ্ট্রে করোনার ‘ডেল্টা’ ধরনের সংক্রমণ বাড়ছে

যুক্তরাষ্ট্রে করোনার ‘ডেল্টা’ ধরনের সংক্রমণ বাড়ছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২১ , ২:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের সবকটিতেই করোনা ভাইরাসের নতুন ধরন ডেল্টার সংক্রমণ বাড়ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অর্ধেকের কাছাকাছি মানুষ করোনার ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু দেশটির যেসব এলাকায় কম সংখ্যক মানুষ ভ্যাকসিন নিয়েছেন, সেসব এলাকায়ই করোনার সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুক্রবার ব্রিটেনের দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানায়। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ করোনার ‘অস্বাভাবিক বিস্তার’ সম্পর্কে জনগণকে সতর্ক করেছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রোবেলি ওয়ালেনস্কি বলেন, ‘এটা (করোনা) এখন ভ্যাকসিন না নেওয়াদের জন্য মহামারি রূপ নিয়েছে।’

রোবেলি ওয়ালেনস্কি জানান, যুক্তরাষ্ট্রে এখন গড়ে ২৬ হাজার জনের করোনা শনাক্ত হচ্ছে, যা গত সপ্তাহের তুলনার ৭০ শতাংশ বেশি। হাসপাতালে ভর্তি বেড়েছে ৩৬ শতাংশ। গত সপ্তাহের তুলনায় যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে মৃত্যুও বেড়েছে বলে জানান তিনি। সিডিসি পরিচালক জানান, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ২৬ শতাংশ। তিনি এটাকে ‘জটিল পরিস্থিতি’ বলে বর্ণনা করেছেন। রোবেলি ওয়ালেনস্কি বলেন, ‘দেশের যেসব অঞ্চলে কম সংখ্যক লোক টিকা নিয়েছেন, সেসব অংশে আমরা নতুন করে সংক্রমণ দেখতে পাচ্ছি। টিকা না নেওয়া লোকজন ঝুঁকিতে রয়েছেন।’ তিনি জানান, যেসব এলাকায় টিকা নিয়েছেন বেশি সংখ্যক মানুষ, সেসব এলাকার অবস্থা যতেষ্ট ভালো। প্রসঙ্গত, বিশ্বে করোনায় মৃত্যুও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৬ লাখ ২৪ হাজার ৬০৬ জন মারা গেছেন।