আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যুক্তরাষ্ট্রে করোনা এ্যান্টিবডি টেস্টের অনুমোদন

যুক্তরাষ্ট্রে করোনা এ্যান্টিবডি টেস্টের অনুমোদন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২০ , ৩:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রে স্বল্পমূল্যের চতুর্থ করোনাভাইরাস এ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিল এফডিএ । সিএনএন ও ডেইলি মেইল এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। বুধবার মার্কিন ফুড ড্রাগ এ্যাডমিনেস্ট্রেশন এ অনুমোদন দিয়ে বলছে এধরণের পরীক্ষায় তিনদিনের মধ্যে মানবশরীরে ইমিউন পরিস্থিতির সর্বশেষ অবস্থা বোঝা যাবে। ডিভাইসটির দাম পড়বে মাত্র দেড় ডলার। সেরোলজিক টেস্ট নামকরণ করে একে সস্তা ছাড়াও দ্রুত ফলদায়ক ও নির্ভরযোগ্য বলছেন বিজ্ঞানীরা। নিউইয়র্কে এমটি সিনাই ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন গত জানুয়ারি থেকে গবেষণা চালিয়ে তারা এ এ্যান্টিবডি টেস্ট ডিভাইস তৈরি করতে সক্ষম হয়েছে এবং যারা করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন তাদের এধরনের টেস্ট চিকিৎসায় কাজ করবে। বিজ্ঞানীরা বলছে ইমিউন ব্যবস্থা অটুট থাকলে বা করোনাভাইরাসের বিপরীতে তা শক্তিশালীভাবে কাজ করতে পারলে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠে। সেক্ষেত্রে ইমিউন পরিস্থিতি কোন পর্যায়ে তা এ ধরণের টেস্ট সঠিকভাবে নির্ধারণ করবে। বিজ্ঞানীরা এও বলছেন করোনায় শনাক্ত ব্যক্তির ইমিউন কোন পর্যায়ে রয়েছে তা এ টেস্টে জানার পর তাকে হাসপাতালে যেতে হবে না কি সে চিকিৎসার পাশাপাশি স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারবে তা নিরুপণ করতে পারবেন চিকিৎসকরা। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যত শিগগির সম্ভব পর্যায়ক্রমে লকডাউন তুলে নেয়া হবে। সেক্ষেত্রে এধরণের এ্যান্টিবডি টেস্টে শনাক্তদের স্বাস্থ্য পরিস্থিতির হার বলে দেবে লকডাউন কতটা আগে পড়ে কোনো এলাকায় তুলে নেয়া সম্ভব হবে।