আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যুক্তরাষ্ট্রে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর গুলি, আহত ৪

যুক্তরাষ্ট্রে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর গুলি, আহত ৪


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২১ , ২:২১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের টিম্বারভিউ উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর গুলিতে চারজন আহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি।প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনে এ ঘটনা ঘটে। আরলিংটনের সহকারী পুলিশ প্রধান কেভিন কলবি জানায়, এ ঘটনায় সন্দেহভাজন শিক্ষার্থী টিমোথি জর্জ সিম্পকিনসকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর সিম্পকিন্স পালিয়ে গিয়েছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। পুলিশ জানিয়েছে সিম্পসনের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। এটি কোনো সহিংস হামলা নয়, নিজেদের মধ্যে মারামারির সময় ওই শিক্ষার্থী অস্ত্র বের করেছেন বলেও জানান তিনি।