আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি যুগপৎ আন্দোলনে একমত বিএনপি-ন্যাপ ভাসানী

যুগপৎ আন্দোলনে একমত বিএনপি-ন্যাপ ভাসানী


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২২ , ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক : সরকারকে পদত্যাগে বাধ্য করতে একটি যুগপৎ আন্দোলন করার ব্যাপারে একমত হয়েছে বিএনপি ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)। রোববার (১২ জুন) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কর্যালয়ে ন্যাপ ভাসানীর নেতাদের সঙ্গে সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা আলোচনার মধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য একটি যুগপৎ আন্দোলনের ব্যাপারে একমত হয়েছি। আমরা যার যার মতো আন্দোলন শুরু করবো এবং আন্দোলনের ধারা অনুযায়ী পরবর্তী অবস্থা তৈরি হবে এবং আমরা সেই অনুযায়ী আন্দোলন চালিয়ে যাবো। যে সকল রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে যুক্ত থাকবেন এবং নির্বাচনে জয়লাভ করবেন তাদের নিয়ে নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছি। তিনি বলেন, বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি তার অংশ হিসেবে আজকে ‘ন্যাশনাল আওয়ামী পার্টি -ন্যাপ ভাসানীর’ সাথে সংলাপ করেছি। আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমার সাথে ছিলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা সকলে একমত হয়েছি যে, বর্তমান আওয়ামী লীগ সরকার যারা জোর করে ক্ষমতা দখল করেছে এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করে ফেলেছে। এই সরকার জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার যে পক্রিয়া সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তাই একটি গণঅভ্যুত্থান গড়ে তুলে এদের ক্ষমতা থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি জানান মির্জা ফখরুল। ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মিন্টু, প্রেসিডিয়াম সদস্য মো. নুরুল আমিন, ভাইস চেয়ারম্যান গাজী আমিন উল্লাহসহ ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।