যুদ্ধাপরাধ মামলায় ৩ ভাইয়ের রায় আজ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: একাত্তরে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগের মামলায় হবিগঞ্জের তিন ভাইয়ের রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (০১ জুন ) যে কোনো সময় এ রায় ঘোষণা করা হবে বলে ট্রাইব্যুনাল সূত্রে তথ্য জানা যায়।
যুদ্ধাপরাধে অভিযুক্ত তিন ভাই হলেন- বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়া, তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাত ভাই আব্দুর রাজ্জাক।
এর আগে গত ১১ মে মামলার চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন বিচারপতি মো. আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। বাকি দুই সদস্য হলেন-বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।
২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি একই মামলার আসামি মহিবুর ও মুজিবুরের বিরুদ্ধে তদন্ত শুরু করে ২০১৫ সালের ২৮ এপ্রিল শেষ করেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন। ২৯ এপ্রিল ধানমন্ডি কার্যালয় সেফ হোমে এক সংবাদ সম্মেলনে তদন্তের প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা।
এর আগে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তদন্তের স্বার্থে মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়াকে গ্রেফতারের আবেদন জানান প্রসিকিউশন।